গাইডেন্সিয়া কোচিং সেন্টার হল পূর্ব ভারতের একটি  শিক্ষা প্রতিষ্ঠান যা পশ্চিমবঙ্গের বোর্ড পরীক্ষার (মাধ্যমিক) জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের পরীক্ষার প্রস্তুতিমূলক পরিষেবা প্রদান করে। .এখানে গনিত, ইংরেজি , সায়েন্স, অ্যাবাকাস , ভেদিক ম্যাথ পড়ানো হয় ।

  • ইংরেজি গ্রামার – সব শ্রেণীর জন্য
  • সায়েন্স – ষষ্ঠ থেকে দশম শ্রেনি
  • গণিত – ষষ্ঠ থেকে দশম শ্রেনি
  • আবাকাস – চার থেকে বারো বছর অবধি
  • ভেদিক ম্যাথ – ষষ্ঠ শ্রেনি ঊর্ধ্বে

কোনো কোনো বিষয় কোনো শিক্ষার্থী বুঝতে পারে না। আর এতেই তার ঐ বিষয়ে ভয় জন্মায়। সে ঐ বিষয় থেকে দূরে থাকতে চায় বা পড়তে ইচ্ছে করে না তার। যদি তাকে ঐ বিষয় টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া যায় , তাহলে সে ঐ বিষয়ে ভয় পাবে না এবং ভালো ফল করবে। এই বোঝানোর ফাঁক মেটাতেই গাইডেন্সিয়ার আগমন। আমরা শিক্ষার্থীদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাই , যাতে সে যে কোন প্রশ্নই আসুক না কেন সে করে আস্তে পারে খুবই সহজে।

আভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় ও ঘনঘন পরীক্ষা একজন নিম্ন বা মধ্যম শিক্ষার্থীকে ভালো শিক্ষার্থীতে পরিণত করে।